www.banglarkontho.net
  • ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

    শুধু যুক্তরাষ্ট্রই রাফাহতে ইসরায়েলি হামলা থামাতে পারে : মাহমুদ আব্বাস

    ফাইল ছবি
    শেয়ার করুন

    শুধু যুক্তরাষ্ট্রই রাফাহতে ইসরায়েলি হামলা থামাতে পারে : মাহমুদ আব্বাস
    ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২৮ এপ্রিল রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় যোগ দিয়েছেন। ছবি : এএফপি
    ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রবিবার বলেছেন, শুধু যুক্তরাষ্ট্রই গাজার সীমান্ত শহর রাফাহতে ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে পারে। পাশাপাশি এ আক্রমণ কয়েক দিনের মধ্যে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ছাড়া তাঁর মতে, এতে ফিলিস্তিনি জনসংখ্যার অধিকাংশ ভূখণ্ড ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে পারে।

    সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ সভায় এদিন আব্বাস বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, যেন তারা ইসরায়েলকে রাফাহতে হামলা না করতে বলে।

    যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যারা ইসরায়েলকে এই অপরাধ থেকে বিরত রাখতে পারে।’
    কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল রাফাহর ওপর সর্বাত্মক হামলা চালানোর হুমকি দিচ্ছে। তাদের লক্ষ্য, সেখানে হামাসের অবশিষ্ট ব্যাটালিয়নগুলোকে ধ্বংস করা। ইতিমধ্যে তারা গত সপ্তাহে সেখানে বিমান হামলা বাড়িয়েছে।

    এদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দক্ষিণাঞ্চলীয় শহরটিতে আক্রমণ করা থেকে বিরত থাকার জন্য দেশটির কাছে অনুরোধ করেছে। গাজার বাকি অংশে ইসরায়েলের সাত মাসের দীর্ঘ আক্রমণ থেকে পালানো ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি মিসরীয় সীমান্ত ঘেঁষে থাকা এ শহরে আশ্রয় নিয়েছে।

    আব্বাস বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে যা ঘটবে তা হলো, রাফাহতে আক্রমণ করে ইসরায়েল যা করবে। কারণ গাজা থেকে সব ফিলিস্তিনি সেখানে জড়ো হয়েছে।

    ’ তাঁর মতে, রাফাহতে শুধু একটি ‘ছোট হামলা’ ফিলিস্তিনি জনগণকে গাজা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করবে।
    ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ‘তখন ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে।’

    এ ছাড়া আব্বাস জর্দান ও মিসরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়টি প্রত্যাখ্যান করার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, তিনি উদ্বিগ্ন যে ইসরায়েল একবার গাজায় তাদের কার্যক্রম শেষ করলে ফিলিস্তিনি জনগণকে পশ্চিম তীর থেকে জর্দানে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।

    ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলা হওয়ার পর ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে। ইসরায়েলি হিসাবে, সেই হামলায় এক হাজার ২০০ জন নিহত হয়েছিল এবং ২৫৩ জনকে জিম্মি করা হয়েছিল।

    অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সেদিনের পর থেকে ইসরায়েলের পাল্টাহামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ভূখণ্ডের অধিকাংশ জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।
    সূত্র : রয়টার্স

    • সর্বশেষ

    ইসরায়েলি সেনারা মানবাধিকার লঙ্ঘন করেছে : যুক্তরাষ্ট্র

    এপ্রিল ৩০, ২০২৪ ১১;৫৯ অপরাহ্ণ

    রুশদের থেকে বাঁচতে ১০ কিলোমিটার হাঁটলেন ৯৮ বছরের নারী

    ১১;৫৮ অপরাহ্ণ

    ভোপালে ভোটার টানতে লটারি, হীরার আংটিসহ যত উপহারের ব্যবস্থা

    ১১;৫৭ অপরাহ্ণ

    ৬টি মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি মস্কোর

    ১১;৫৫ অপরাহ্ণ

    ইসরায়েলে জার্মান অস্ত্র : জরুরি আদেশ দিলেন না আইসিজে

    ১১;৫২ অপরাহ্ণ

    ইউক্রেনে শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ আহত ৩২

    ১১;৫১ অপরাহ্ণ

    বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে আইন-শৃঙ্খলা বাহিনীর তিন সদস্য নিহত

    ১১;৪৯ অপরাহ্ণ

    পশ্চিমবঙ্গে তাপমাত্রা ছাড়াল ৪৫ ডিগ্রি, চার রাজ্যে চূড়ান্ত সতর্কতা

    ১১;৪৭ অপরাহ্ণ

    ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪

    ১১;৪৫ অপরাহ্ণ

    ইউক্রেনে গিয়ে আরো সামরিক সহায়তার আশ্বাস ন্যাটোপ্রধানের

    ১১;৪৩ অপরাহ্ণ

    উপাচার্যকে লাঞ্ছিতের অভিযোগ, পাল্টা অভিযোগ শিক্ষক সমিতির

    ৯;৫২ পূর্বাহ্ণ

    স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

    ৯;৪৯ পূর্বাহ্ণ

    আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে অবিশ্বাস্য মাইলস্টোন ছুঁলেন ধোনি

    ৯;৪৫ পূর্বাহ্ণ

    চার বছরের প্রেম ভাঙল শ্রুতির

    ৯;৪০ পূর্বাহ্ণ

    শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাকলিস্টে

    ৯;৩৮ পূর্বাহ্ণ

    হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা

    ৯;৩৫ পূর্বাহ্ণ

    ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে মিয়ানমার

    ৯;৩৩ পূর্বাহ্ণ

    ট্রুডোর সামনেই খালিস্তানপন্থী‌ স্লোগান, কানাডার রাষ্ট্রদূতকে তলব ভারতের

    ৯;৩১ পূর্বাহ্ণ

    কারাগারেও মাদকের আখড়া

    ৯;২৭ পূর্বাহ্ণ

    আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ

    ৯;২৩ পূর্বাহ্ণ

    Copyright Banglar Kontho ©2024

    Design and developed by Md Sajibul Alom Sajon


    উপরে