www.banglarkontho.net
  • ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

    ভোপালে ভোটার টানতে লটারি, হীরার আংটিসহ যত উপহারের ব্যবস্থা

    ফাইল ছবি
    শেয়ার করুন

    প্রচণ্ড গরম, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ, ভারতের এবারের লোকসভা নির্বাচনে প্রথম ও দ্বিতীয় দফায় ভোটারদের উপস্থিতির হার কম নিয়ে নানা মহলে আলোচনা চলছে। বেশ কিছু রাজ্যে ২০১৯ সালের তুলনায় এখনো পর্যন্ত ভোটের হার কম। ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করতে তাই রাজ্য ও জেলা প্রশাসনগুলো বিভিন্ন আকর্ষণীয় ব্যবস্থা করছে। পিছিয়ে নেই ব্যক্তিগত উদ্যোগও।

    বেঙ্গালুরুতে হোটেলগুলো বিনা মূল্যে দোসা, লাড্ডুর আয়োজন করেছে। তবে এ সব কিছুকে ছাপিয়ে গেছে মধ্য প্রদেশের ভোপাল। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
    প্রতিবেদনে বলা হয়েছে, এই রাজ্যেও ২০১৯ সালের লোকসভার তুলনায় এখনো পর্যন্ত ভোটের হার কম।

    গড়ে ৮.৫ শতাংশ ভোট কম পড়েছে রাজ্যে। এখনো পর্যন্ত দুই দফা ভোট হয়েছে। মোট সাত দফার মধ্যে চার দফায় ভোট হবে মধ্য প্রদেশে। আগামী ৭ মে তৃতীয় দফার ভোট হবে দেশটিতে।

    সেই দফাতেই মধ্য প্রদেশের আট আসনে ভোট রয়েছে। প্রথম ও দ্বিতীয় দফায় ভোটারদের উপস্থিতির হার কম হওয়ায় ভোটদানে উৎসাহ ও ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করতে এবার আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করেছে ভোপাল জেলা প্রশাসন।
    তৃতীয় দফায় ভোটারদের উপস্থিতির হার বৃদ্ধি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে লটারির আয়োজন করা হয়েছে। আকর্ষণীয় পুরস্কারের তালিকায় রয়েছে হীরার আংটি, টিভি, স্কুটার, বাইক ও ফ্রিজের মতো বেশ কিছু জিনিস। ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করতে জেলা নির্বাচনী দপ্তর থেকেও প্রচারণা চালানো হচ্ছে।

    লটারির বাক্সও রাখা হয়েছে ভোপালের নিউ মার্কেট, বেশ কয়েকটি শপিং মলসহ শহরের একাধিক জায়গায়। এক সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন ভোপাল জেলা পঞ্চায়েতের মুখ্য নির্বাচনী কর্মকর্তা ঋতুরাজ সিং।
    প্রশাসন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, ভোপালে মোট দুই হাজার ৯৭টি বুথ রয়েছে। ছয় হাজার পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও রয়েছে বাম্পার পুরস্কার।

    ঋতুরাজ জানিয়েছেন, একটি ফরম পূরণ করতে হবে ভোটারদের। মোবাইল নম্বর, নাম ও ভোটার আইডি লিখে বাক্সে সেই ফরম ফেলতে হবে। অবশ্যই হাতে ভোটের কালি পরীক্ষা করা হবে। ভোটের কালি দেখিয়ে তবেই পুরস্কার নিতে পারবেন ভোটাররা।

    জেলা নির্বাচনী কর্মকর্তা কৌশলেন্দ্র বিক্রম সিং জানিয়েছেন, ভোটের দিন প্রতিটি বুথ থেকে তিনটি করে ‘লাকি ড্র’ করা হবে। সকাল ১০টা, বিকেল ৩টা এবং সন্ধ্যা ৬টায়। প্রতিটি ড্র থেকে একজন করে ভোটারকে বেছে নেওয়া হবে।

    • সর্বশেষ

    মার্কিন নিষেধাজ্ঞায় যা বললেন সাবেক সেনাপ্রধান আজিজ

    মে ২১, ২০২৪ ৩;৩৪ অপরাহ্ণ

    অবৈধদের জন্য নিউইয়র্ক সিটি থাকল স্যাংচুয়ারি সিটিই

    ৩;০৪ অপরাহ্ণ

    কার্যকরী কমিটির অনুমোদন ব্যতীত শূন্য পদ পূরণের নামে বাণিজ্য করণ ও দুর্নীতির অভিযোগে সিদ্দিকুর রহমানের পদত্যাগ দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ।

    ৯;৫৩ পূর্বাহ্ণ

    রাইসির মৃত্যুতে যে প্রতিক্রিয়া জানাল ইরানের মিত্ররা

    ১;৩২ পূর্বাহ্ণ

    ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টকে পুতিনের ফোন, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

    ১;৩০ পূর্বাহ্ণ

    রাইসির মৃত্যুতে ভারতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

    ১;২৮ পূর্বাহ্ণ

    আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

    ১;২৭ পূর্বাহ্ণ

    রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রকাশ: বিবিসি

    ১;২৫ পূর্বাহ্ণ

    বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া উচিত: মাশরাফি

    ১;২৩ পূর্বাহ্ণ

    রাইসি-সহ হেলিকপ্টারের সব আরোহীর মরদেহ উদ্ধার

    ১;২১ পূর্বাহ্ণ

    নিউইয়র্কে ফেসবুকে বিজ্ঞাপন দেখে গাড়ি কিনতে গিয়ে দুবৃর্ত্তের কবলে

    মে ২০, ২০২৪ ২;৫১ অপরাহ্ণ

    পন্ডিত রামকানাই দাশ যুগে যুগে সঙ্গীতের অনুপ্রেরণা হয়ে থাকবেন। ….নিউইয়র্কে আলোচনা সভায় বক্তারা।

    ১১;৩০ পূর্বাহ্ণ

    পন্ডিত রামকানাই দাশ যুগে যুগে সঙ্গীতের অনুপ্রেরণা হয়ে থাকবেন। ….নিউইয়র্কে আলোচনা সভায় বক্তারা।

    ১১;০৯ পূর্বাহ্ণ

    রাইসি জীবিত না ফিরলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট?

    ১০;২৯ পূর্বাহ্ণ

    পঞ্চম দফায় আজ ভারতে ৪৯ আসনে ভোটগ্রহণ চলছে

    ১০;২৬ পূর্বাহ্ণ

    ইতালির ভিসা সেন্টারে বিক্ষোভ হট্টগোল

    ১০;২৩ পূর্বাহ্ণ

    ভোগান্তির নাম ভিএফএস গ্লোবাল

    ১০;১৯ পূর্বাহ্ণ

    শপথ নিলেন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে

    ১০;১৫ পূর্বাহ্ণ

    সম্পূর্ণ পুড়ে গেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার: রিপোর্ট

    ১০;১৩ পূর্বাহ্ণ

    রাইসি মারা গেলে বিশ্ব নিরাপদ, মার্কিন সিনেটরের এ কেমন মন্তব্য!

    ১০;১০ পূর্বাহ্ণ

    Copyright Banglar Kontho ©2024

    Design and developed by Md Sajibul Alom Sajon


    উপরে