www.banglarkontho.net
  • ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

    পর্ন তারকাকে ঘুষের মামলা : ট্রাম্পের বিচার শুরু হবে ১৫ এপ্রিল

    ফাইল ছবি
    শেয়ার করুন

    পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আগামী ১৫ এপ্রিল রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হবে। নিউ ইয়র্কের একটি আদালত এ তথ্য জানিয়েছেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ফৌজদারি মামলায় ট্রাম্পের বিচার শুরু হতে যাচ্ছে। আদালতের একজন বিচারক গত সোমবার (২৫ মার্চ) বলেছেন, ‘৫ নভেম্বর নির্বাচনের আগে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে হয় দোষী সাব্যস্ত করা হবে আর না হয় মুক্ত করা হবে।


    এ ঘটনায় ট্রাম্পের আইনজীবী টড ব্ল্যাঞ্চ বলেছেন, ‘ট্রাম্পের সঙ্গে অন্যায় করা হচ্ছে। তিনি প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই সময় তাঁকে বিচারের মুখোমুখি করা অন্যায়।’ স্থানীয় সময় সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এই মামলা নির্বাচনের হস্তক্ষেপ এবং ভোটারদের ভীতি প্রদর্শন করার জন্য করা হয়েছে। এমনটা ঘটতে দেওয়া ঠিক নয়।

    ’ তিনি আরো বলেন, ‘এই মামলা অমর্যাদাকর। আমরা এর বিরুদ্ধে আপিল করতে যাচ্ছি।’
    পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলাটি ৭৭ বছর বয়সী ট্রাম্পের জন্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালিয়ে যাওয়াকালীন বেশ কয়েকটি আইনি ঝামেলার মধ্যে একটি। ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা হয়েছে এবং নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ মামলায় আদালতকক্ষে তাঁকে হাজির হতে হচ্ছে।

    ট্রাম্পের বিরুদ্ধে আনা মোট ৩৪টি অভিযোগের সব কটি অস্বীকার করেছেন তিনি।
    ২০১৬ সালের নির্বাচনের আগে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ করার জন্য ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের সঙ্গে স্টর্মি ড্যানিয়েলসের সম্পর্ক গোপন রাখার বিনিময়ে এই ঘুষ দিয়েছিলেন তিনি। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসার পরেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করা হয়। স্টর্মি ড্যানিয়েলস নিজেই ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন।

    অর্থের বিনিময়ে মুখ বন্ধ রাখতে ছদ্মনামে একটি চুক্তি করেছিলেন ট্রাম্প ও ড্যানিয়েলস। সেখানে ট্রাম্পের নাম ডেভিড ডেনিসন ও ড্যানিয়েলসের নাম পেগি পিটারসন বলে উল্লেখ করা হয়েছিল। চুক্তিপত্রটি তৈরি করেছিলেন আইনজীবী মাইকেল কোহেন।

    এদিকে সম্পদ বাজেয়াপ্তের শঙ্কা থেকে বেঁচে গেলেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের নির্দেশে ৪৬ কোটির বদলে আপাতত তাকে দিতে হবে ১৭ কোটি ডলারের বন্ড। বিপুল অঙ্কের বন্ড জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে আদালতের এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ট্রাম্প। সোমবার (২৫ মার্চ) নিউ ইয়র্কের আদালত জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে আপাতত ১৭ কোটি ৫০ লাখ ডলারের বন্ড জমা দিতে হবে।

    ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ঋণসুবিধা পেতে সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন অতিরঞ্জিত করে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের দাতাদের কাছ থেকে ফান্ড তোলার সময় ভুল তথ্য দিয়েছেন। নিউ ইয়র্কের প্রতারণা মামলায় গত ফেব্রুয়ারিতে ট্রাম্পকে ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়। সুদসহ তা দাঁড়ায় ৪৬ কোটি ৪০ লাখ ডলারে।

    সূত্র : রয়টার্স, বিবিসি

    • সর্বশেষ

    ইসরায়েলি সেনারা মানবাধিকার লঙ্ঘন করেছে : যুক্তরাষ্ট্র

    এপ্রিল ৩০, ২০২৪ ১১;৫৯ অপরাহ্ণ

    রুশদের থেকে বাঁচতে ১০ কিলোমিটার হাঁটলেন ৯৮ বছরের নারী

    ১১;৫৮ অপরাহ্ণ

    ভোপালে ভোটার টানতে লটারি, হীরার আংটিসহ যত উপহারের ব্যবস্থা

    ১১;৫৭ অপরাহ্ণ

    ৬টি মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি মস্কোর

    ১১;৫৫ অপরাহ্ণ

    ইসরায়েলে জার্মান অস্ত্র : জরুরি আদেশ দিলেন না আইসিজে

    ১১;৫২ অপরাহ্ণ

    ইউক্রেনে শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ আহত ৩২

    ১১;৫১ অপরাহ্ণ

    বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে আইন-শৃঙ্খলা বাহিনীর তিন সদস্য নিহত

    ১১;৪৯ অপরাহ্ণ

    পশ্চিমবঙ্গে তাপমাত্রা ছাড়াল ৪৫ ডিগ্রি, চার রাজ্যে চূড়ান্ত সতর্কতা

    ১১;৪৭ অপরাহ্ণ

    ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪

    ১১;৪৫ অপরাহ্ণ

    ইউক্রেনে গিয়ে আরো সামরিক সহায়তার আশ্বাস ন্যাটোপ্রধানের

    ১১;৪৩ অপরাহ্ণ

    উপাচার্যকে লাঞ্ছিতের অভিযোগ, পাল্টা অভিযোগ শিক্ষক সমিতির

    ৯;৫২ পূর্বাহ্ণ

    স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

    ৯;৪৯ পূর্বাহ্ণ

    আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে অবিশ্বাস্য মাইলস্টোন ছুঁলেন ধোনি

    ৯;৪৫ পূর্বাহ্ণ

    চার বছরের প্রেম ভাঙল শ্রুতির

    ৯;৪০ পূর্বাহ্ণ

    শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাকলিস্টে

    ৯;৩৮ পূর্বাহ্ণ

    হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা

    ৯;৩৫ পূর্বাহ্ণ

    ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে মিয়ানমার

    ৯;৩৩ পূর্বাহ্ণ

    ট্রুডোর সামনেই খালিস্তানপন্থী‌ স্লোগান, কানাডার রাষ্ট্রদূতকে তলব ভারতের

    ৯;৩১ পূর্বাহ্ণ

    কারাগারেও মাদকের আখড়া

    ৯;২৭ পূর্বাহ্ণ

    আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ

    ৯;২৩ পূর্বাহ্ণ

    Copyright Banglar Kontho ©2024

    Design and developed by Md Sajibul Alom Sajon


    উপরে