বিকে ডেস্ক :: এএইচএফ জুনিয়র কাপে বাংলাদেশ গতকাল শনিবার শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে হারিয়েছে। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ সেমিফাইনালের পথে ছিল। ওমানে অনুষ্ঠিত টুর্নামেন্টে গতকাল রাতের ম্যাচে হংকংকে হারিয়েছে উজবেকিস্তান। ফলে নিজেদের তো বটেই, বাংলাদেশেরও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দলটি।
দুই দলেরই ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট। বাংলাদেশ ও উজবেকিস্তান সেমিফাইনাল ওঠার মাধ্যমে যুব এশিয়া কাপও নিশ্চিত করেছে। বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ উজবেকিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচটি মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। বাংলাদেশ ও উজবেকিস্তান ২ দলের সমান ৬ পয়েন্ট। শ্রীলঙ্কা ও হংকং দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট পায়নি। ফলে এই গ্রুপে শেষ দুই ম্যাচ শুধু নিয়মরক্ষার।
এস এ
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon