আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো তিন সংস্করণে সিরিজ খেলতে আসছে বাংলাদেশে। আগামী মার্চে সফরকারীরা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
একমাত্র টেস্ট ম্যাচটি হবে ঢাকায়। ওয়ানডে সিরিজ পুরোটাই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সফরসূচি পাওয়া গেছে। মার্চে বাংলাদেশে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড, তবে সেটির ভেন্যু চূড়ান্ত নয় এখনও।
সিলেটে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৮, ২০ ও ২৩ মার্চ। সিলেট থেকে আইরিশরা যাবে চট্টগ্রামে, সেখানে তিনটি টি-টোয়েন্টি হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। এরপর ঢাকায় একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল।
এর আগে আয়ারল্যান্ড ২০০৮ সালে একবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছিল বাংলাদেশে। সেবার তিনটি ওয়ানডে ম্যাচে ধবলধোলাই হয়ে ফিরে তারা।
আয়ারল্যান্ড সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৯ সালে, ইংল্যান্ডের বিপক্ষে, লর্ডসে। এবারের সফর দিয়ে তারা ফের টেস্ট ক্রিকেটে ফিরছে। আর বাংলাদেশের বিপক্ষে এটাই তাদের প্রথম টেস্ট।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলছেন, ‘ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আয়ারল্যান্ডের সফর হবে আমাদের জন্য আরেকটি রোমাঞ্চকর ইভেন্ট। বিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ডের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ও দৃঢ়। ঠাসা আন্তর্জাতিক সূচির মধ্যেও দুই বোর্ড এই সফর আয়োজনে পাশাপাশি থেকে কাজ করে গেছে। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার প্রতি বিসিবির নিবেদনেরও পরিচায়ক এটি।’
এদিকে, টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে রোমাঞ্চ আছে আয়ারল্যান্ডেরও। যেমনটি বলছিলেন ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম, ‘সফরের শেষ ম্যাচটি খেলোয়াড় ও দর্শকদের বাড়তি আগ্রহের কারণে হবে, যেটি দিয়ে আয়ারল্যান্ড টেস্ট ক্রিকেটে ফিরছে। আমাদের দলের জন্য এশিয়ান কন্ডিশনে চ্যালেঞ্জের ব্যাপার হবে। তবে আমাদের খেলোয়াড়দের উন্নয়নে এটি হবে অমূল্য।’
এস এ
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon