বিকে ডেস্ক :: দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতালের মাঠে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ডিএসসিসির ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি মো. নুরে আলম চৌধুরী, ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি সাইদুল ইসলাম মাদবর প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে সংবর্ধনা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ১/১১ এবং মহান মুক্তিযুদ্ধের সময়ে জাতীয় এই নেতার ভূমিকা উল্লেখ করে সবাইকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
এস এ
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon