জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে গতকাল স্মৃতি পরিষদের নিউইয়র্কের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।স্মৃতি পরিষদের সংগ্রামী সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা তোফায়েল চৌধুরী,উপদেষ্টা রেজাউল করিম চৌধুরী, রাসেল আহমদ,কার্যনির্বাহী সদস্য শামসুল চৌধুরী, জাকির চৌধুরী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১১ ফেব্রুয়ারি রোজ শনিবার নিউইয়র্কের নিরব পার্টি হলে ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্বরণসভা অনুষ্ঠিত হবে। স্বরণসভায় বাংলাদেশী আমেরিকান সকল শ্রেণী-পেশার নাগরিকদের আমন্ত্রণ জানানো হবে।তাছাড়া বাংলাদেশ থেকে অতিথিরা ভিডিও কনফারেন্সে যোগদান করবেন বলে জানানো হয়।উল্লেখ্য জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon