বিকে ডেস্ক :: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় একটি হোটেল-ক্যাসিনোতে আগুন লেগে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে থাইল্যান্ড সীমান্তবর্তী শহর পোয়েপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে।
দেশটির পুলিশ জানিয়েছে, এ সময় প্রায় ৪০০ জন মানুষ ছিলেন ওই হোটেল ভবনটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভয়াবহ আগুন থেকে বাঁচতে লাফ দিচ্ছেন অনেকে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, থাইল্যান্ডের অনেক নাগরিকও রয়েছেন ওই হোটেলে। আগুন লাগার কারণ জানতে এখনও কাজ করছে কর্তৃপক্ষ।
এদিকে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পোয়েপেট হচ্ছে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট। এটি ক্যাসিনোর জন্য জনপ্রিয় শহরও। অনেক থাই নাগরিক সেখানকার ক্যাসিনোতে যান, কারণ থাইল্যান্ডে অধিকাংশ জুয়া খেলা অবৈধ। সূত্র: সিএনএন
এস এ
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon