যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গর্ভপাতের অধিকারের লড়াই এখনো শেষ হয়নি। যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অনুমতি দেওয়া যুগান্তকারী ‘রো বনাম ওয়েড’ রায়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এমন কথা বলেন বাইডেন। যে রায়টি গত বছরের জুনে বাতিল করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।
ঐতিহাসিক ওই রায়ের ৫০ বছর উপলক্ষে বাইডেন রোববার (২২ জানুয়ারি) টুইটে লিখেছেন, ‘আজ রো বনা ওয়েডের ৫০তম বার্ষিকী হওয়া উচিত ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকরা নারীদের অধিকারের সঙ্গে যুদ্ধ করছে তাদের নিজস্ব স্বাস্থ্যসেবা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে।’
তিনি আরও বলেছেন, ‘আমি নারীদের প্রজনন অধিকার নিয়ে কখনো লড়াই থামাইনি, থামাবও না।’
প্রেসিডেন্ট হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার নিয়ে খুব বেশি কিছু করার নেই বাইডেনের। কারণ এখন বিষয়টি নিয়ে রাজ্য পর্যায়ে লড়াই হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগকৃত বিচারকরা ৫০ বছর আগের একটি রায় বাতিল করে দিতে অগ্রণী ভূমিকা রাখেন। সুপ্রিম কোর্টের এ রায়ের পর ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা ২০টি রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ নিয়ে বেশ কয়েকটি টুইট করেন জো বাইডেন। তিনি বলেন, ‘নারীদের পছন্দ নিয়ে কোনো ছাড় নয়।’ এছাড়া রো বনাম ওয়েডে থাকা গর্ভপাতের অধিকারটি বিধিবদ্ধ করতে নতুন আইন প্রণয়নে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে বর্তমানে যেহেতু কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে রয়েছে ফলে এমন কোনো আইন হওয়ার সম্ভাবনা নেই।
এস এ
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon