আমেরিকার ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে মন্টেরি পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ (শেরিফ) বিভাগের ক্যাপ্টেন অ্যান্ড্রু মেয়ের।
এছাড়া এই ঘটনায় আহত আরো অন্তত ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে হাজার হাজার মানুষ নববর্ষ উৎসবের জন্য ওই শহরে জড়ো হয়েছিলেন। গুলি চালানোর বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি এবং সন্দেহভাজন ব্যক্তি হেফাজতে আছে কিনা তা জানা যায়নি।
একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকাকে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা লক করতে বলে কারণ ওই এলাকায় মেশিনগান হাতে একজন লোককে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে এলাকায় বিশাল পুলিশ উপস্থিতি দেখা গেছে। চীনা লুনার নিউ ইয়ার উৎসব পুরো সপ্তাহান্ত জুড়ে চলে, যেখানে এর আগে ১০ হাজারেরও বেশি দর্শক জড়ো হয়েছিলেন। সূত্র : সিএনএন, বিবিসি
এস এ
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon