বিকে ডেস্ক :: স্থপতি মোবাশ্বের হোসেন দেশের একজন সুশীল ব্যক্তিত্ব। নগর পরিকল্পনা, পরিবেশ সহ নানা বিষয়ে তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল। দেশের ক্রীড়াঙ্গনেও ছিল তার পদচারণা।
গতকাল মধ্যরাতে রাজধানীর এক হাসপাতালে স্থপতি মোবাশ্বের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশিষ্ট এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ক্রীড়াঙ্গনের অনেক সংস্থা ও ব্যক্তিত্ব তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
স্থপতি মোবাশ্বের দেশের শীর্ষ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ছিলেন। ক্লাবের পাশাপাশি জাতীয় ক্রীড়া ফেডারেশনেও ছিল পদচারণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও ছিলেন মোবাশ্বের।
ক্রীড়া সংগঠকদের বিশেষ সংগঠন সম্মিলিত ক্রীড়া পরিবার। এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন স্থপতি মোবাশ্বের। তিনি সম্মিলিত ক্রীড়া পরিবারের আহ্বায়ক ছিলেন।
গত এক দশকের বেশি সময় অবশ্য তিনি সক্রিয়ভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত ছিলেন না। এরপরও ক্রীড়াঙ্গনের ত্রুটি বিচ্যুতিতে কথা বলতেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের পরিবর্তন, ফুটবল ফেডারেশনের সাফল্য-ব্যর্থতা সহ নানা বিষয়ে তিনি সরব ছিলেন।
এস এ
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon