স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলীয় ২৩ রানে ভারতের উদ্বোধনী জুটি ভেঙে যায় ভারতের। মেহেদী হাসান মিরাজের শিকার হন শেখর ধাওয়ান (৭)।
রোববার শেরেবাংলায় দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
মিরাজের দ্বিতীয় ওভারের ৫ম বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শেখর ধাওয়ান। তিনি ১৭ বল খেলে মাত্র ৭ রান করেন।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাত বছর পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। দুদলের দ্বৈরথ রোমাঞ্চ ছড়াচ্ছে হোম অব ক্রিকেটে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে সিরিজ শুরুর আগেই কুঁচকির ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এক নম্বর ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে পুরো ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon