সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলতে উঠে গেছে ব্রাজিল। দুর্দান্ত এই জয়ে টানা ২৪ বছর ধরে বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে সেলেসাওরা। রেকর্ডের খাতায় নাম লেখানোর দিনে জয়টা অবশ্য সহজেই আসেনি ভিনিসিয়াস-রিচার্লিসনদের। নেইমারবিহীন ব্রাজিলকে শেষ মুহূর্তের গোলে জিতিয়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ শাণিয়েও গোলের দেখা না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক পরিবর্তনে আক্রমণের ধার বাড়ায় সেলেসাওরা। গোলও এসেছিল ৬৪ তম মিনিটে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত সেই গোল অফসাইডের কারণে বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। কিন্তু পাঁচ বারের চ্যাম্পিয়নদের হতাশ হতে দেননি ক্যাসেমিরো।
৮৩তম মিনিটে দারুণ এক গোলে ব্রাজিলকে লিড এনে দেন তিনি। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন সেলেসাও মিডফিল্ডার। মানুয়েল আকনজির গায়ে মৃদু স্পর্শ করে একটু দিক পাল্টানো বল ঠেকানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।
ম্যাচে শুধু গোলই করেননি ক্যাসেমিরো। নিজেদের রক্ষণভাগ, মাঝমাঠ ও প্রতিপক্ষের রক্ষণভাগ অর্থাৎ পুরো মাঠজুড়েই বিচরণ ছিল সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। ৮৫ শতাংশ পাস অ্যাকুরেসিতে মোট পাস খেলেছেন ৪৮টি। এছাড়া রক্ষণেও দেখিয়েছেন মুন্সিয়ানা। ক্যাসেমিরোর এই ম্যাচজয়ী পারফরম্যান্সে ভর করেই জয় নিয়ে শেষ ষোল নিশ্চিত করতে পেরেছে ব্রাজিল।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon