কাতারের খলিফা ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দুই দল। গ্রুপপর্বে তিন ম্যাচে এক জয় আর দুই ড্র নিয়ে দ্বিতীয়পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে নেদারল্যান্ডস তিন ম্যাচের দুটিতে জয়, একটিতে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে।
দুই দলের হিসেবনিকেশের দিকে তাকালে দেখা যায়, ফিফা র্যাংকিংয়ের হিসেবে যুক্তরাষ্ট্রের থেকে বেশ এগিয়ে আছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের র্যাংকিং ১৬, নেদারল্যান্ডসের ৮। দুই দলের মুখোমুখি একমাত্র লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র।
অন্যদিকে বিশ্বকাপের ইতিহাস হিসেব করলে বেশ সমৃদ্ধ নেদারল্যান্ডসের। ১১ বার বিশ্বকাপ খেলা নেদারল্যান্ডস ফাইনাল খেলেছে তিনবার। ১৯৭৪ সালের পর যথাক্রমে ১৯৭৮ ও ২০১০ সালে ফাইনালের মঞ্চে পৌছেছিল তারা। যদিও একবারও জিততে পারেনি, প্রতিবারই স্বপ্নভঙ্গ হয়েছে রানারআপ হয়ে।
অন্যদিকে ১১ বার বিশ্বকাপ খেলেছে যুক্তরাষ্ট্রও। তাদের সেরা সাফল্য প্রায় এক শতাব্দী আগে সেই ১৯৩০ সালে। সেবার তৃতীয় স্থান অর্জন করেছিল দলটি। আজ নকআউটের লড়াইয়ে তাই পরিষ্কার ফেবারিট নেদারল্যান্ডসই। যুক্তরাষ্ট্র কেমন চ্যালেঞ্জ উপহার দেয় ডাচদের, সেটাই এখন দেখার অপেক্ষায়।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon