অনলাইন ডেস্ক : কৌশলগত অবস্থান বিশ্লেষণ করলে বোঝা যাবে আমেরিকার সহযোগী হয়ে থাকতে পারবে না ভারত। কারণ তারা আমেরিকার মতোই আর একটি ‘সুপার পাওয়ার’ হয়ে উঠবে। এই দাবি করেছেন, হোয়াইট হাউসের অন্যতম শীর্ষ কর্মকর্তা কার্ট ক্যাম্পবেল।
তবে বৃহস্পতিবার একটি আলোচনাসভায় ভারত সম্পর্কে এক প্রশ্নের জবাবে, হোয়াইট হাউসের এশিয়া সমন্বয়কারী ক্যাম্পবেল জানিয়েছেন, ভবিষ্যতে প্রতিস্পর্ধী শক্তি হয়ে ওঠার সম্ভাবনা থাকা সত্ত্বেও গত দু’দশকে দুই দেশ (ভারত এবং আমেরিকা) কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে অনেক কাছাকাছি এসেছে।
আমেরিকা-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে দ্রুততর গভীর ও দৃঢ় হয়েছে। একুশ শতকে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টিই আমেরিকার কূটনীতিতে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও জানান তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon