সিলেটে দুবাই প্রবাসী আবদুল্লাহ আল মুসার জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) জন্মদিনের কেক কাটা শেষে ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ এর নেতৃত্বে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়। মোটর শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ছিলেন হাউজিং এস্টেট ইয়থ এসোসিয়েশন এর সভাপতি অমর মাহবুব। মোটর শোভাযাত্রাটি নগরীর কয়েকটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তার ভাই হুসাইন আহমদ, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রুহিত. জাহেদ আহমেদ, সানি আহমেদ, হক নেওয়াজ, নুবেল আলি, মেহরাব শাকিল, ইমন চৌধুরি, মুজাক্কির চৌধুরি, সাব্বির আহমদ, হাসান রাজ্জাকুল, নুরুল আমিন জনি, মিরাজ ইসলাম, শাওন চৌধুরি, সালমান আহমদ, হোসেন আহমদ তুহিন, রুমেল আহমদ রুবেল, সাকিব আহমদ, টিপলু সরকার, তানভীর, আলবাব, সহ ছাত্রলীগ নেতাকর্মী।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon