নিউইয়র্ক সিটির সব পাবলিক ও চার্টার স্কুলের কিন্ডারগার্টেন ক্লাসের শিশুদের একাউন্টে জানুয়ারি মাসে জমা হবে ১০০ ডলার করে। গত বছর চালু হওয়ার পর এবার দ্বিতীয়বারের মত ৫ বছর বয়সী এই শিশু শিক্ষার্থীদের কলেজ সেভিংস একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ১০০ ডলার করে জমা হবে। এই একাউন্টের নাম এনওয়াইসি স্কলারশিপ একাউন্ট। এই একাউন্ট বিষয়ে গবেষণার সূত্রে চকবিট জানাচ্ছে, কিন্ডারগার্টেন লেভেলে এই অংক ক্ষুদ্র মনে হলেও যখন এই শিক্ষার্থীরা কলেজে যাওয়ার প্রস্তুতি নেবে তখন এই অংক তাদের কলেজে ভর্তির জন্য প্রয়োজনের চেয়ে তিনগুণে পরিণত হবে। ফলে অর্থের অভাবে কলেজে ভর্তি না হতে পারার যে হতাশা তা শিক্ষার্থীদের মধ্যে থাকবে না। উল্লেখ্য নিউইয়র্ক সিটিতে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো শিক্ষার্থীদের দারিদ্র্য শ্বেতাঙ্গদের চেয়ে দশ গুণ বেশি। এই ফান্ডের অর্থ আসে বিভিন্ন সিভিক এসোসিয়েশন, পিটিএ, লোকাল বিজনেস ও দানশীল ব্যক্তিদের কাছ থেকে।
২০১৭ সালে বিল ডি বøাজিও মেয়র থাকাকালে কেবলমাত্র কুইন্স স্কুল ডিস্ট্র্ক্টি ৩০এ এই কর্মসূচী শুরু হয় ‘এনওয়াইসি কিডস রাইজ’ নামে। এটি ছিল পাইলট প্রোগ্রাম। এই স্কুল ডিস্ট্রিক্টে বিপুল সাফল্যের পর গত ২০২২ সালের জানুয়ারিতে তা নিউইয়র্ক সিটির সব পাবলিক স্কুলের কিন্ডারগার্টেন শিক্ষার্থীর জন্য চালু হয়। এতে সুবিধা পায় ৭৪,০০০ শিশু শিক্ষার্থী।
এই কর্মসূচীতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের বা তাদের পিতা-মাতাকে কিছু করতে হয় না। নিউইয়র্ক সিটির সব পাবলিক ও চার্টার স্কুলের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়। সব ব্যবস্থা করে ডিপার্টমেন্ট অব এডুকেশন। এর জন্য কোনো শিক্ষার্থীর পরিবারের ইনকাম বা তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস দেখা হয় না। এই একাউন্টের অর্থ কেবলমাত্র কলেজ এডুকেশন, ট্রেড স্কুলে ভর্তি, এমনকি অনলাইন ডিগ্রি প্রোগ্রামের জন্য ব্যবহৃত হবে। ২০ বছরের মধ্যে কেউ এই অর্থ তুলতে পারবে না।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon