সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ৭ এপিবিএন সিলেটের অভিযানে জাল নোটসহ ১ জন চিহ্নিত চোরাকারবারি দলের সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিন সুরমা থানাধীন লালাবাজারস্হ বেঙ্গল ফুডে এপিবিএন পুলিশ পরিদর্শক এস.এম ওবায়েদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪টি ১হাজার টাকার জাল নোটসহ তানভীর নামের ১ জনকে আটক করে ৭ এপিবিএন সিলেট।
আটককৃত তানভীর কিশোরগন্জ জেলার ভৈরব থানার মাইজপাড়া গ্রামের মৃত হাসেম এর ছেলে। সে চিহ্নিত চোরাকারবারি দলের সদস্য।
এ ব্যাপারে এসআই মানিক মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ৭ এপিবিএন সিলেট এর সহকারী পুলিশ সুপার আছাবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালাবাজারে অভিযান পরিচালনা করে জালনোট পাচারকারী চক্রের ১ সদস্যকে জাল নোটসহ আটক করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হচ্ছে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon