আন্তর্জাতিক ডেস্ক: নয় দিন বিরতির পর আবারও শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। দিল্লি থেকে উত্তর প্রদেশের পথে শুরু হওয়া এ যাত্রায় অংশ নিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের হাজার হাজার সমর্থক। তবে বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। খবর এনডিটিভির।
শীতকালীন বিরতির পর মঙ্গলবার (৩ জানুয়ারি) ভারতের দিল্লির কাশ্মীরি গেট থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। পরে গাজিয়াবাদের লোনি সীমান্তে তাদের স্বাগত জানান উত্তর প্রদেশের কংগ্রেস সমর্থকরা। সেখান থেকে উত্তর প্রদেশের পথে ভারত জোড়ো যাত্রায় যোগ দেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীসহ সমর্থকরা। এ অবস্থায় সড়কে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত বছরের সেপ্টেম্বর থেকে তৃণমূল স্তরে কর্মীদের মধ্যে সংযোগ ও জনসাধারণের সঙ্গে যোগাযোগ বাড়াতেই শুরু হয় ‘ভারত জোড়ো যাত্রা’। এখন পর্যন্ত তিন হাজার কিলোমিটার রাস্তা পেরিয়ে কংগ্রেস সমর্থকরা উত্তর প্রদেশ যাত্রা করছেন। এ যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী ৬ জানুয়ারি হরিয়ানায় প্রবেশ করবে। পরে ১১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে পাঞ্জাবে। এ ছাড়া ২০ জানুয়ারি জম্মু-কাশ্মীরে যাবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। দীর্ঘ ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১২টি রাজ্য অতিক্রম করে যাত্রা শেষ হবে কাশ্মীরের শ্রীনগরে গিয়ে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon