আন্তর্জাতিক : জাপান থেকে দুবাই যাওয়ার পথে বিমানে সন্তান প্রসব করেছেন এক নারী। ওই সময় বিমানটি ৩৫ হাজার ফুট উঁচুতে উড়ছিলো।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় ইকে৩১৯-এ বিমানের ফ্লাইটে এ ঘটনা ঘটে।
খালিজ টাইমসের খবরে বলা হয়, এমিরেটস এয়ারলাইন্স জানায়, ওইদিন টোকিও নারিতা থেকে দুবাই যাওয়ার বোর্ড ফ্লাইটে এক নারী সন্তান জন্ম দেন। এ সময় ওই যাত্রীকে সহায়তা করেন ক্রুরা। এরপর ফ্লাইটটি সময়মতো দুবাইয়ে পৌঁছায়। যাত্রী ও শিশুর অবস্থা স্থিতিশীল ছিলো। দুবাই পৌঁছানোর পর চিকিৎসকরা মা ও শিশুকে চিকিৎসা দেন।
যাত্রীরা জানান, ওই নারীর প্রসব বেদনা শুরু হলে ক্রুরা দ্রুত সাড়া দেন ও সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon