সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্ভুক্ত ইউনিট কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৭ নভেম্বর) রাতে নগরীর ২৭নং ওয়ার্ডের কুশিঘাট এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলুর পরিচালনায় উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য কাউন্সিলর মোঃ আজম খান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দিন ইরান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, রিয়াজ উদ্দিন, মুহিবুর রহমান শাহাজাহান, আব্দুস সাত্তার, জুয়েল আহমেদ, মোস্তাক খান, মইনুল হোসেন, আমিন উদ্দিন, আব্দুস সালাম উজ্জ্বল, আপ্তাব মিয়া, সামসুল ইসলাম, আলমগীর আলম, আব্দুস সালাম, নুর আহমদ, মাছুমুল হক, সাবাজ মিয়া, সুহেল আহমেদ, রাসেল আহমেদ, নজির আহমেদ, কিনু মিয়া, ফজলুল হক, আব্দুল বাছিত, ঝন্টু কুমার ঘোষ, সহির উদ্দিন, আলী আহমদ বাবুধন, এম শাহীন আহমেদ, আব্দুুল আহাদ, হেলাল, বিমল কান্তি দে, মাহবুব আলম মজনু, জুমন আহমেদ, ইসমাইল, কামরুল হাসান টিটু, বিপ্লব আচার্য, টুটুল মাহমুদ মান্না, রমিজ উদ্দিন, আব্দুল কাদির বাবুল, জিতুল, সুফি হাফিজ, সায়মন, হিরা মিয়া।
পরে সকলের মতামত নিয়ে (আলমপুর, দক্ষিণ কুশিঘাট, হবিনন্দি,গংগানগর) ইউনিট কমিটি-১ গঠন করা হয়। ইউনিট কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি মোঃ সামসুল ইসলাম, সাধারন সম্পাদক, আব্দুল বাছিত, সহ-সভাপতি ফজলুল হক, সাবাজ মিয়া, যুগ্ম সম্পাদক, কিনু মিয়া।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon