আন্তর্জাতিক : অভিবাসী নিয়োজিত ২৪ উদ্ধারকর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগ থেকে খালাস দিয়েছেন গ্রিসের একটি আদালত। তবে তাদের বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগটি এখনও তদন্তাধীন রয়েছে। খবর আল জাজিরার।
শুক্রবার (১৩ জানুয়ারি) রায়ে তাদের গুপ্তচরবৃত্তির অভিযোগ থেকে খালাস দিয়েছেন গ্রিসের লেসবোস দ্বীপের মাইটিলিনের আদালত। পাশাপাশি মানবপাচারের অভিযোগ নিয়ে তদন্ত জারি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) মানবপাচার, গুপ্তচরবৃত্তি ও অর্থ পাচারের অভিযোগে ২৪ অভিবাসী উদ্ধারকর্মীর বিচার শুরু হয় গ্রিসের লেসবসে৷
শুরু থেকেই এই বিচারপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ জানিয়ে আসছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো৷ শুক্রবার আদালতের রায়ের আগে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, ‘এ ধরনের বিচার সত্যই উদ্বেগজনক। কারণ এর দ্বারা এমন কাজকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয় যা মানুষের জীবন বাঁচায়। এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon