জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ২০ কোটি ব্যবহারকারীর ইমেইল হ্যাক হয়েছে। এক নিরাপত্তা বিশ্লেষক বুধবার (০৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে উঠে এসেছে, হ্যাকাররা ব্যবহারকারীদের ইমেইল হ্যাক করার পর সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করেছেন।
ইসরাইলি সাইবার-নিরাপত্তা-মনিটরিং ফার্ম হাডসন রকের সহ-প্রতিষ্ঠাতা অ্যালোন গ্যাল সামাজিক মাধ্যমে এ ঘটনাকে এ যুগের সবচেয়ে ভয়াবহ চুরি হিসেবে বর্ণনা করেছেন।
গ্যাল লিংকডইনে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে প্রচুর হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে। তবে গ্যালের বক্তব্য নিয়ে টুইটার কোনো মন্তব্য করেনি। এ ঘটনায় টুইটার কোনো তদন্ত শুরু করেছে কি না তাও স্পষ্ট নয়।
ফোরামে প্রকাশিত তথ্যগুলোর সত্যতা আছে কিনা কিংবা এগুলো টুইটার ব্যবহারকারীদেরই তথ্য কিনা, তা সংবাদমাধ্যমগুলো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon