অনলাইন ডেস্ক : ২০২২ সালের চেয়ে ২০২৩ সাল বিশ্ব অর্থনীতির জন্য কঠিন হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।
সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়া সর্তক করে জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের প্রবৃদ্ধি কমে যাওয়ায় বিশ্বের এক-তৃতীয়াংশ অর্থনীতি এই বছর মন্দা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জিরো কোভিড নীতি উঠিয়ে নেওয়ার পর থেকে চীনে করোনা সংক্রমণ বাড়ছে। তাই গত ৪০ বছরে প্রথমবারের মতো অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে না চীন।
এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক মন্দার মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon