আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী কেভিন ম্যাককার্থি। স্থানীয় সময় শনিবার (৭ জানুয়ারি) মধ্যরাতে কংগ্রেসের ভোটাভুটি শেষে তিনি স্পিকার হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক সমর্থন নিজের পক্ষে নিতে সমর্থ হন।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কেভিন ম্যাককার্থি টানা চারদিন ধরে ১৪ দফা ভোটে লড়েন। কিন্তু তার দলীয় কয়েকজন কট্টরপন্থী নেতাদের ভোট টানতে ব্যর্থ হন তিনি। ১৫ দফায় তাদের অধিকাংশের ভোটও পড়ে তার পক্ষে।
মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটির ক্ষেত্রে এবারের (২০২৩ সালের) ভোটাভুটি রয়েছে তালিকার পঞ্চম স্থানে। এর আগে, ১৮৫৬ সালে স্পিকার নির্বাচন করতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিল মার্কিন কংগ্রেস। সেবার মোট ১৩৩ দফা ভোট গ্রহণ করতে হয়েছে। এতে সময় লেগেছিল প্রায় ২ মাস। বিগত ১০০ বছরে স্পিকার নির্বাচন করতে গিয়ে কখনোই দ্বিতীয় দফা ভোট গ্রহণ করতে হয়নি।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon