www.banglarkontho.net
  • ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুদ্ধকে দুষলেন জেলেনস্কি

    হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুদ্ধকে দুষলেন জেলেনস্কি
    ফাইল ছবি
    শেয়ার করুন

    আন্তর্জাতিক : রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধের সময় কোনো দুর্ঘটনা ঘটে না।’

    এ ঘটনায় রাশিয়ার জড়িত থাকার বিষয়টি দাবি না করলে জেলেনস্কি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেছেন, ‘এই বিয়োগাত্মক ঘটনাটি যুদ্ধের পরিণতি।’

    এতে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি বেশ কয়েকজন সহকর্মীর সাথে মারা গেছেন।

    জেলেনস্কি তার ভিডিও বার্তায় নতুন করে রাশিয়ান আক্রমণের আগে শিগগিরই আরো অস্ত্র পাঠাতে মিত্রদের অনুরোধ করেছেন।

    তিনি বলেন, ‘মুক্ত বিশ্ব যে সময়টা চিন্তা করতে ব্যয় করে, সন্ত্রাসী রাষ্ট্র সেই সময়টা হত্যা করতে ব্যয় করে।’

    জার্মানি যাতে এর বহু কাঙ্ক্ষিত লেপার্ড ট্যাঙ্ক শিগগিরই ইউক্রেনে পাঠায় তার অনুরোধ হিসেবে এই বাক্যটি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

    মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব অ্যাব্রাম যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করার প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত বার্লিন এই যুদ্ধ যানটিকে পাঠাতে রাজি নয় বলে জানা গেছে। যুক্তরাজ্য সম্প্রতি কিয়েভে নিজস্ব কয়েকটি ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

    বুধবার নেটো সামরিক জোটের প্রধান দাভোসে বলেছেন, ইউক্রেন ‘আরো সমর্থন, আরো উন্নত সমর্থন, ভারী অস্ত্র এবং আরো আধুনিক অস্ত্র’ পাওয়ার আশা করতে পারে।

    জেনস স্টলটেনবার্গ বলেছেন, কিয়েভে কী কী সামরিক সরঞ্জাম পাঠানো যেতে পারে তা নিয়ে আলোচনা করতে নেটোর সদস্য দেশগুলো শুক্রবার বৈঠকে মিলিত হবে।

    বুধবার স্থানীয় সময় সাড়ে ৮টার দিকে কিয়েভের বাইরে ব্রোভারিতে একটি নার্সারির কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়। নিহত ১৪ জনের মধ্যে একজন শিশু রয়েছে।

    ৪২ বছর বয়সী মোনাস্টিরস্কি, প্রেসিডেন্ট জেলেনস্কির দীর্ঘতম রাজনৈতিক উপদেষ্টাদের একজন ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ইউক্রেনিয়দের মধ্যে তিনি সর্বোচ্চ খেতাবধারী ব্যক্তি। তার মৃত্যু কিয়েভ সরকারের হৃদয়ে আঘাত করেছে। কারণ যুদ্ধের সময় নিরাপত্তা বজায় রাখা এবং পুলিশের পরিচালনার মতো অতি প্রয়োজনীয় কাজের ভার থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের বিষয়ে জনগণকে তিনিই সবশেষ তথ্য জানাতেন। যার কারণে তিনি পুরো যুদ্ধ জুড়ে ইউক্রেনীয়দের জন্য একটি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

    ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের ডেপুটি হেড বলেছেন, মোনাস্টিরস্কি যুদ্ধের একটি ‘হট স্পট’ ভ্রমণ করছিলেন।
    খারকিভের পুলিশ প্রধান আরো বলেন, মন্ত্রীর দল তার সাথে দেখা করতে রওনা করেছিল।

    হেলিকপ্টারটি দুর্ঘটনা ছাড়া অন্য কিছুর মুখে পড়েছে বলে কোনো ইঙ্গিত নেই। কিন্তু এসবিইউ স্টেট সিকিউরিটি সার্ভিস বলেছে, এটি নাশকতা, প্রযুক্তিগত ত্রুটি বা ফ্লাইটের নিয়ম লঙ্ঘনের মতো কোনো কারণ জড়িত কিনা সেসব বিষয় বিবেচনা করা হচ্ছে।

    ইউক্রেনের প্রধান কর্মকর্তাদের প্রায়শই গাছের উচ্চতায় নিয়ে এসে হেলিকপ্টারে করে যাতায়াত করতে হয় যাতে সেটি শনাক্ত করা না যায়। তবে এটি বেশ ঝুঁকিপূর্ণ।

    হেলিকপ্টারটি যেসব অংশ চেনা যায় তা হচ্ছে একটি দরজার প্যানেল এবং একটি রোটোর যা একটি গাড়ির ওপর এসে পড়েছে। তার পাশে ফয়েল কম্বলে ঢাকা তিনটি লাশ।

    দুর্ঘটনায় মারা যাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ফার্স্ট ডেপুটি মিনিস্টিার ইয়েভেন ইয়েনিন, স্টেট সেক্রেটারি ইউরি লুবকোভিচ এবং মোনাস্টিরস্কির একজন সহযোগী তেতিয়ানা শুতিয়াক।

    এই দুর্ঘটনার পর, ইউক্রেনের জাতীয় পুলিশ বাহিনীর প্রধান ইহোর ক্লাইমেনকোকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।

    প্রয়াত মন্ত্রীর বন্ধু, এমপি মারিয়া মেজেনসেভা বলেছেন, এটি সবার জন্য একটি ট্র্যাজেডি কারণ ইউক্রেনে আক্রমণের ঘটনায় প্রতিক্রিয়া জানানোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

    তিনি বলেন, ‘তিনি তার সহকর্মী, বন্ধুবান্ধব এবং পরিবারের প্রতি দিনরাত ২৪ ঘণ্টা সাড়া দিতেন। প্রেসিডেন্ট জেলেনস্কির নির্বাচনি প্রচারণা শুরুর দিন থেকেই তিনি তার খুব ঘনিষ্ঠ ছিলেন।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দুর্ঘটনাকে ‘হৃদয় বিদারক বিয়োগাত্মক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

    কাজ করতে যাওয়ার আগে বাবা-মায়েরা তাদের সন্তানদের কিন্ডারগার্টেনে নিয়ে আসছিলেন। তখনই হেলিকপ্টারটি এসে আছড়ে পড়ে।

    হতাহতদের অনেকেই মাটিতে পড়েছিলেন। এক শিশু নিহত হওয়ার পাশাপাশি, আহত ২৫ জনের মধ্যে আরো ১১ কিশোর ছিলেন।

    কিইভের প্রত্যক্ষদর্শীরা প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে একমত যে, যুদ্ধই এই বিপর্যয়ের জন্য দায়ী।

    স্থানীয় বাসিন্দা ভলোদিমির ইয়েরমেলেঙ্কো বলেছেন, ‘এটি খুব কুয়াশাচ্ছন্ন ছিল এবং সেখানে কোনো বিদ্যুৎ ছিল না, এবং যখন বিদ্যুৎ নেই তখন ভবনগুলিতে কোনো আলো নেই।’

    অন্য প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে, পাইলট দুর্ঘটনার আগে উঁচু ভবনগুলো এড়াতে চেষ্টা করেছিলেন এবং এর পরিবর্তে কিন্ডারগার্টেনের কাছে নেমে গিয়েছিলেন।

    স্থানীয় স্বেচ্ছাসেবক লিদিয়া বলেন, ‘অভিভাবকরা দৌড়াচ্ছিল, চিৎকার করছিল। আতঙ্কিত ছিল।’

    নার্সারি ভবনে আগুন ছড়িয়ে পড়ায় জরুরি পরিষেবা এবং স্থানীয় বাসিন্দারা শিশুদের সরিয়ে নিতে ছুটে আসেন।

    দিমিত্রো নামে এক বাসিন্দা বলেন, বাচ্চাদের বের করে আনতে সাহায্য করার জন্য বেড়ার ওপর দিয়ে লাফ দিয়ে আসেন তিনি। তিনি বলেন, তিনি একটি মেয়ে বাচ্চাকে তুলে নিয়েছিলেন যার মুখ রক্তে ঢেকে থাকায় তার বাবা তাকে চিনতে পারেননি।

    যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতি আঘাতগুলোর একটি ঘটার চারদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটলো।

    নিপ্রো শহরে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আবাসিক ফ্ল্যাটের একটি ব্লকে আঘাত আনলে ছয় শিশুসহ ৪৫ জন নিহত হয়।

    সূত্র : বিবিসি

    • সর্বশেষ

    জি২০ সম্মেলনে শেখ হাসিনা

    সেপ্টেম্বর ৯, ২০২৩ ২;৩৩ অপরাহ্ণ

    জিল করোনায় আক্রান্ত, মাস্ক পরা নিয়ে মজা করছেন বাইডেন

    ১;২৬ অপরাহ্ণ
    পেরুতে চার মাসে নিখোঁজ ৩৪০০ নারী

    পেরুতে চার মাসে নিখোঁজ ৩৪০০ নারী

    জুন ১১, ২০২৩ ৫;৫৯ অপরাহ্ণ
    রাশিয়াকে শত শত ড্রোন দিয়েছে ইরান: হোয়াইট হাউস

    রাশিয়াকে শত শত ড্রোন দিয়েছে ইরান: হোয়াইট হাউস

    ৫;৫৭ অপরাহ্ণ
    অভিমান ভুলে ফের একত্রে রাজ-পরীমণি

    অভিমান ভুলে ফের একত্রে রাজ-পরীমণি

    ৩;৪৮ অপরাহ্ণ
    রাশিয়াকে ড্রোন সরবরাহ নিয়ে ইরানকে হুঁশিয়ারি ফ্রান্সের

    রাশিয়াকে ড্রোন সরবরাহ নিয়ে ইরানকে হুঁশিয়ারি ফ্রান্সের

    ৩;৪৫ অপরাহ্ণ
    রাতের আঁধারে পাকিস্তানে ঢুকে পড়ল ভারতীয় বিমান

    রাতের আঁধারে পাকিস্তানে ঢুকে পড়ল ভারতীয় বিমান

    ৩;৪১ অপরাহ্ণ
    দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী ভূমিকম্প

    দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী ভূমিকম্প

    ৩;৩৯ অপরাহ্ণ
    যে কারণে ইরানি অভিনেত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    যে কারণে ইরানি অভিনেত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    ৩;৩৩ অপরাহ্ণ
    চীনে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

    চীনে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

    ৩;৩০ অপরাহ্ণ
    তুর্কি ভাষায় টুইট করে যা বললেন আমিরাতি প্রেসিডেন্ট

    তুর্কি ভাষায় টুইট করে যা বললেন আমিরাতি প্রেসিডেন্ট

    ৩;২৭ অপরাহ্ণ
    আইনজীবীকে হত্যা: দুই নিরাপত্তাকর্মীর আমৃত্যু কারাদণ্ড

    আইনজীবীকে হত্যা: দুই নিরাপত্তাকর্মীর আমৃত্যু কারাদণ্ড

    ৩;২৫ অপরাহ্ণ
    লিটারে ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম

    লিটারে ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম

    ১;৪০ অপরাহ্ণ
    রিজার্ভে স্বস্তি ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ

    রিজার্ভে স্বস্তি ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ

    ১২;৩২ অপরাহ্ণ
    ইন্টারনেটে আসক্ত ৯১ শতাংশ শিক্ষার্থী

    ইন্টারনেটে আসক্ত ৯১ শতাংশ শিক্ষার্থী

    ১২;২৩ অপরাহ্ণ
    পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে ফিরবে: কাজল

    পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে ফিরবে: কাজল

    ১২;১৪ অপরাহ্ণ
    ইউরোপের নতুন রাজা ম্যান সিটি

    ইউরোপের নতুন রাজা ম্যান সিটি

    ১১;৫৩ পূর্বাহ্ণ
    তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণে ৫ জন নিহত

    তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণে ৫ জন নিহত

    ১১;২১ পূর্বাহ্ণ
    প্রবল বর্ষণে পাকিস্তানে ২৫ জনের মৃত্যু

    প্রবল বর্ষণে পাকিস্তানে ২৫ জনের মৃত্যু

    ১১;১৩ পূর্বাহ্ণ
    আজ খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

    আজ খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

    ১১;০৬ পূর্বাহ্ণ

    Copyright Banglar Kontho ©2022

    Design and developed by Md Sajibul Alom Sajon


    উপরে