আন্তর্জাতিক : নেপালের পোখারা বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬৮ জন প্রাণ হারিয়েছেন। উড়োজাহাজটির যে দুই পাইলট মারা গেছেন তাদের একজন অঞ্জু খাটিবাডা।
মাত্র কয়েক সেকেন্ড পরেই পূরণ হতো তার স্বপ্ন। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিমানটির কো-পাইলট ছিলেন অঞ্জু। এই ফ্লাইটটি শেষ করলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন। সেই লক্ষ্য তার অধরাই থেকে গেল। বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারালেন তিনিও।১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান এ রকমই এক বিমান দুর্ঘটনায়। তার স্বামীও ইয়েতি বিমানের কো-পাইলট ছিলেন। অঞ্জুর স্বামী দীপক প্রথমে সামরিক বাহিনীর হেলিকপ্টার চালাতেন। কিন্ত পরে ইয়েতি এয়ারলাইনসে যোগ দেন।
স্বামীর মৃত্যুর পর, তাঁর অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু। জীবনের দিশা বদলে ফেলেন। আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। ফিরে এসে যোগ দেন ইয়েতি বিমান সংস্থায়।
স্থানীয় এক সংবাদমাধ্যমে অঞ্জুর একজন আত্মীয় বলেন, পাইলট স্বামী ও স্ত্রীর পৃথক উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারানোর এমন কাকতালীয় ঘটনা বিরল।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon