আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছর উদযাপন শেষে স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন দিল্লির অঞ্জলি ও তার বন্ধু নিধি। এ সময় স্কুটারটিকে ধাক্কা দেয় একটি গাড়ি।এতে অঞ্জলি ছিটকে পড়ে তার পা গাড়ির সামনের এক্সেলে আটকে যায়। এ অবস্থায় এক ঘণ্টার বেশি সময় ধরে প্রায় ১৩ কিলোমিটার রাস্তা তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গাড়িটি।
দিল্লির রাস্তায় বিভৎস এই মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অন্যায়ের বিচার দাবি করেন তারা।
গাড়ির আরোহীরা প্রত্যেকেই মাতাল ছিলেন বলে অভিযোগ উঠেছে।সিসিটিভি ফুটেজে দেখা যায় অঞ্জলিকে গাড়ির নিচে নিয়েই ৩ বার ইউটার্ন নেয় চালক।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গাড়িতে চালকের সঙ্গে আরও চারজন যাত্রী ছিলেন। পরে তারা পালিয়ে যায়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় অঞ্জলির পা ও পিঠ ভেঙ্গে যায়। কয়েক কিলোমিটার রাস্তা হিঁচড়ে নেয়ায় ছিঁড়ে যায় শরীরের কাপড়। পরিবার থেকে ধর্ষণের অভিযোগ উঠলেও ময়নাতদন্ত প্রতিবেদনে আলামত পাওয়া যায়নি।
রাস্তায় কয়েক হাজার পুলিশ মোতায়েনের পরও কিভাবে এ ঘটনা ঘটেছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এনিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গনও।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon