আন্তর্জাতিক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আশা প্রকাশ করেছেন যে আলোচনার মাধ্যমে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার হতে পারে।
শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিক্ষোভকারীরা ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায়। এই ঘটনার পর সৌদি আরব ২০১৬ সালের জানুয়ারিতে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে।
শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে আমির-আব্দুল্লাহিয়ান আশা প্রকাশ করেন, ‘তেহরান এবং রিয়াদ কূটনৈতিক মিশন বা দূতাবাস পুনরায় খুলে দেয়ার মাধ্যমে দুটি দেশের মধ্যে চলতে থাকা সংলাপ আবার চালু হবে।’
একইদিন আমির-আব্দুল্লাহিয়ান লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিব এবং তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সহ অনেক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
সূত্র : আল-জাজিরা
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon