সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২০২২’ আরম্ভ উপলক্ষে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির এক সভা গতকাল রোববার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ নভেম্বর থেকে সিলেট জেলা স্টেডিয়ামে ‘দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২০২২’ শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হয়।
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইশতিয়াক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ইউসুফ কবীর তুহিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সদস্য রানা মিয়া ও ইমরান আজাদ, ব্লু নবাগত ক্রীড়া সংস্থার প্রতিনিধি মুফতি আব্দুল খাবির, হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ও কমিটির সদস্য নাছির উদ্দিন, ইসমাইল স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি নজিবুল ইসলাম চৌধুরী, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রতিনিধি পলাশ কর, শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ও শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাবের প্রতিনিধি ইমতিয়াজ আহমদ জগলু, ইলেভেন ষ্টার্স ক্লাব ও ষ্টার্স ইউনাইটেড ক্লাবের প্রতিনিধি আলভী আহমদ চৌধুরী, ইয়ং ভিক্টর ক্লাবের প্রতিনিধি আলমাছ আহমদ শুক্কুর, ইলেভেন ব্রাদার্স ক্লাবের প্রতিনিধি মো. রানা মিয়া প্রমুখ।
সভার শুরুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সহ-সভাপতি, প্রাক্তন কৃতি ক্রিকেটার, শেখঘাট পাইওনিয়ার্স ক্লাবের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জুনেদ আহমদ এবং সাবেক ক্রিকেটার মিশফাক আহমদ চৌধুরী মিশু’র মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের সম্মানার্থে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ও মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon