আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ তেলশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে আল-জাজিরা এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলীয় দের আজ জোরের আল-তাইম তেলকূপ থেকে শ্রমিকদের বহনকারী বাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
কে বা কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি: ‘সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের একটি শাখা’ এই হামলা চালিয়েছে।
সংস্থাটির পরিচালক আব্দেল রহমান এএফপিকে বলেন, ‘বাসটি যাত্রা শুরুর পর পেতে রাখা বোমার বিস্ফোরণ হয়। এর পর ইসলামিক স্টেটের সদস্যরা বাসটি লক্ষ্য করে গুলি চালানো শুরু করে।’
সিরিয়ায় হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গিগোষ্ঠী আইএস। দেশটিতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান।
আরও পড়ুন: সিরিয়ায় আইএসের উত্থানে চলছে সন্ত্রাসবিরোধী অভিযান
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গেল সোমবার (২৬ ডিসেম্বর) সিরিয়ায় রাক্কায় কুর্দি সশস্ত্র বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে (এসডিএফ) লক্ষ্য করে চালানো হয় ভয়াবহ হামলা। এতে নিহত হন বেশ কয়েকজন। পরে ওই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। দীর্ঘদিন পর জঙ্গিগোষ্ঠীটির এ ধরনের হামলার পর নড়েচড়ে বসেছে নিরাপত্তা বাহিনী।
মার্কিন অভিযানে ইরাকের সাদ্দাম সরকারের পতনের পর ২০১৩ সালে উত্থান ঘটে আইএসের। সিরিয়া ও ইরাকের একাংশ নিয়ে ঘোষণা করে ইসলামি খেলাফতের। দখল করে চলে ইরাক ও সিরিয়ার একের পর এক শহর। ২০১৫ সালে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযান শুরু হলে পতন ঘটতে থাকে আইএসের। দখলমুক্ত করা হয় ইরাকের মসুলসহ বেশির ভাগ শহর।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon