স্পোর্টস ডেস্ক :
সুইজারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কোনো পথই খোলা ছিল ছিল না সার্বিয়ার। সার্বিয়ার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোতে টিকিট নিশ্চিত ছিল সুইসদের। এমন সমীকরণের সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে সার্বিয়া। কিন্তু শেষ রক্ষা হলো না সার্বিয়ার। ৩-২ গোলে হেরে এবারের বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিতে হচ্ছে তাদের।
কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হয় সুইজারল্যান্ড-সার্বিয়া। শুরুতেই শাকিরির গোলে লিড পায় সুইসরা, গোল হজম করে তেঁতে উঠে সার্বিয়া। ৯ মিনিটের ব্যবধানে ২ গোল করে এগিয়ে যায় সার্বিয়া। তবে প্রথমার্ধেই এমবোলোর গোলে সমতায় ফেরে সুইসরা। ২-২ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ফিরেই গোল পায় সুইজারল্যান্ড। এতে ৩-২ গোলে এগিয়ে যায় সুইসরা। ৪৬ মিনিটে গোল দেন রেমো।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon