আন্তর্জাতিক : শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে ও তার ভাই গোতাবায়া রাজাপাকশেসহ শীর্ষ চার ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। শ্রীলঙ্কায় তামিল টাইগারদের বিরুদ্ধে চালানো ১৯৮৩ থেকে ২০০৯ সেনাবাহিনীর অভিযানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হল।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কান সরকার দেশটিতে মানবাধিকার রক্ষায় তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
শ্রীলঙ্কান সরকার এবং তামিল বিদ্রোহীদের মধ্যে চলা দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধ চলাকালীন বিশেষ করে শেষ সময় গুলোতো দুপক্ষই যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ করা হয়। তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে ও তার ভাই তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকশে সেনাবাহিনীকে সাধারণ তামিল নাগরিকদের হত্যার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠে।
কানাডার নিষেধাজ্ঞার মধ্যে থাকা আরো দুজন হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা সুনীল রতনায়েক এবং চন্দনা প্রসাদ। তারা দুজনেই গুরুতর অপরাধের কারণে ইতোমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞাধীন। এদের মধ্যে রতনায়েককে ৮ জন সাধারণ নাগরিক হত্যার অপরাধে ২০১৫ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০২০ সালে প্রেসিডেন্ট রাজাপাকশে তাকে ক্ষমা করে দেন।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বলা হয়: জবাবদিহিতার অভাব, শান্তির প্রতি অশ্রদ্ধা, সংঘাতের মাধ্যমে সমাধান খোঁজা অপরাধীদের জন্য এটা একটা বার্তা যে, কানাডা কখনোই মানবাধিকার লঙ্ঘনকারীদের ছাড় দেবে না।
সম্প্রতি শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার পতনের গণআন্দোলনের মুখে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon