আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে ভয়াবহ শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠাণ্ডায় কাঁপছে দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ। রাজধানী দিল্লিতে শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শুক্রবার ছিলো চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। এদিন দক্ষিণ পশ্চিম দিল্লির আয়ানগরে সর্বনিম্ন ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
শনিবার ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে ৪০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, কনকনে ঠান্ডায় জেঁকে বসেছে শীত। বেলা বাড়লেও নেই সূর্যের দেখা। হিম বাতাসে জবুথবু ভারতের উত্তরাঞ্চলের জনজীবন।
বিভিন্ন রাজ্যের সড়ক-মহাসড়কে ঘনকুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। প্রচণ্ড ঠান্ডায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। এছাড়া বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ।
উত্তর-পশ্চিমের শহর রাজস্থানে অতিরিক্ত ঠাণ্ডায় ফসলের জমিতে কাজে যেতে পারছে না কৃষকরা। ঘন কুয়াশা আর তীব্র শীতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে ট্রেনের শিডিউল ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত পিছিয়ে গেছে।
উত্তর ও মধ্য প্রদেশসহ পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, ১১ জানুয়ারি পর্যন্ত চলবে এই শৈত্যপ্রবাহ।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon