অনলাইন ডেস্ক : সংঘাত-হানাহানির দুনিয়া নয়, একটি শান্তিময় পৃথিবী বিনির্মাণের পথে যাত্রা করতে হবে। কক্সবাজার থেকে সেই যাত্রা শুরু করেছেন কবিরা। শুক্রবার কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্বব্যাপী শান্তির ঘোষণা দিলেন দেশ-বিদেশের শতাধিক কবি।
জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে ‘মানবিক সৌন্দর্যের জন্য কবিতা’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতামেলার উদ্বোধন করেন। এবারের মেলার শ্লোগান ‘শান্তির পৃথিবীর চাই, শুদ্ধাচারি স্বদেশ চাই’
সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ও আন্তর্জাতিক লেখক দিবসের ঘোষণা পত্র পাঠ করেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মো. সানাউল হক।
কবিতার শপথ বাক্য পাঠ করান জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বাংলা একাডেমির সংগীত দলের গানে গানে জানানো হয় শান্তির প্রার্থনা।
বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি শেখ রবিউল হকের শুভেচ্ছা বক্তব্যের পরপর ৩ দিনের মেলার উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
এরপর বঙ্গোপসাগরের দিয়ে ‘কবিতার সাম্পান যাত্রা’ শুরু করেন কবিরা।
বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুপা আলম জানিয়েছেন, মহেশখালী আদিনাথ পাহাড়, বধ্যভূমি, সৌন্দর্য উপভোগ, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে মহেশখালীতে। দেশ-বিদেশের কবিতা কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীতে ফিরলে শুরু হবে প্রথম দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এবারের মেলায় ৪০ জন বিদেশী কবি সহ দুইশত কবি অংশ নিচ্ছেন। ১ জানুয়ারি শেষ হবে এ মেলা।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon