আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য শরণার্থী বা আশ্রয়প্রার্থীদের সরাসরি স্পন্সর বা পৃষ্ঠপোষকতা করতে পারবেন মার্কিনিরা। এক্ষেত্রে তাদের গ্রুপ হিসেবে কাজ করতে হবে।
বুধবার (১৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে ‘ওয়েলকাম কর্পস’ নামের নতুন এ পাইলট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, এ প্রোগ্রামের অধীনে কমপক্ষে পাঁচ জনের গ্রুপ তাদের নির্ধারিত শরণার্থীপ্রতি ন্যূনতম ২ হাজার ২৭৫ মাকিন ডলার সংগ্রহ করতে পারবে। তবে এক্ষেত্রে নির্ধারিত শরণার্থীর পাশাপাশি পৃষ্ঠপোষক গোষ্ঠীগুলোকেও ‘ব্যাকগ্রাউন্ড চেক’ পাস করতে হবে।
আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া ২০২৩ অর্থবছরে যুদ্ধ ও সংঘাতপূর্ণ দেশগুলো থেকে পাঁচ হাজার শরণার্থীর জন্য মার্কিন পৃষ্ঠপোষক খুঁজে বের করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এছাড়া ওয়েলকাম কর্পস নামের নতুন এ পাইলট প্রোগ্রামটি সুরক্ষা চাওয়া বিদেশিদের সহায়তা করার জন্য মার্কিনিদের সুযোগ দিতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচেষ্টারও অংশ।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon