অনলাইন ডেস্ক ::ইরানে মাহসা আমিনির মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেয়া ১০০ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাদের মধ্যে ৫ নারীও রয়েছে বলে দাবি করেছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস আইএইচআর।
মঙ্গলবার প্রকাশিত আইএইচআরের প্রতিবেদন ১০০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। যাদের হয় সাজা হয়েছে বা গুরুতর অভিযোগ এনে তাদের বিচার চলছে। ইরানের কর্মকর্তাদের ঘোষণা করা নাম বা পরিবারের পক্ষ থেকে বা সাংবাদিকদের মাধ্যমে ওই নামগুলো পেয়েছে আইএইচআর।
এদিকে, এ মাসে দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।
এদিকে, আইএইচআরের হিসাবে, বিক্ষোভে এ পর্যন্ত ৪৭৬ জন নিহত হয়েছে। যদিও বিক্ষোভে দুইশ মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইরান সরকার।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon