আন্তর্জাতিক : লিথুয়ানিয়া ও লাটভিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। রয়টার্স জানিয়েছে, কোনো হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লিথুয়ানিয়ার গ্যাস ট্রান্সমিশন অপারেটর অ্যাম্বার গ্রিড বিস্ফোরণের খবর জানিয়েছে।
লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এলআরটির প্রকাশিত একটি ভিডিওতে উত্তর লিথুয়ানিয়ার পানভেজিস কাউন্টিতে বিস্ফোরণস্থলে আগুন জ্বলতে দেখা গেছে।
অ্যাম্বার গ্রিড জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পাসভালিস জেলায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি। বিস্ফোরণটি ঘটেছে আবাসিক ভবন থেকে।
সূত্র : আলজাজিরা, রয়টার্স
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon