আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছে রুশ হ্যাকাররা। যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি পারমাণবিক স্থাপনার বিজ্ঞানীদের টার্গেট করেছিল রুশ হ্যাকার গ্রুপ কোল্ড রিভার। শনিবার (৭ জানুয়ারি) রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝে কোল্ড রিভারে গ্রুপের হ্যাকাররা ব্রুকহ্যাভেন, আরগোন এবং লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিজের বিজ্ঞানীদের টার্গেট করেছিল রুশ হ্যাকাররা। তথ্য হাতিয়ে নিতে হ্যাকাররা এসব গবেষণাগারের ওয়েবসাইটের ভুয়া লগইন পেজ তৈরি করেছিল এবং বিজ্ঞানীদের লগইন পাসওয়ার্ড হাতিয়ে নিতে তাদের নিয়মিত ইমেইল পাঠাত।
সাইবার নিরাপত্তা গবেষক এবং পশ্চিমা সরকারি কর্মকর্তাদের মতে, ইউক্রেন রুশ আক্রমণের পর থেকে কোল্ড রিভার কিয়েভের মিত্র দেশগুলো বিরুদ্ধে হ্যাকিং আক্রমণ বাড়িয়েছে। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন ঘোষণা দিয়েছিলেন, নিজ ভূখণ্ড রক্ষায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon