আন্তর্জাতিক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের অর্থনীতি স্থিতিশীল আছে এবং তিনি আশা করছেন, নতুন বছরের প্রথম প্রান্তিকে মুদ্রাস্ফীতি শতকরা পাঁচ ভাগে নেমে আসবে।
তিনি বলেন, আগে যেমনটি ধারণা করা হয়েছিল তার চেয়ে রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় আছে। রাশিয়ার চ্যানেল ওয়ান টেলিভিশনকে পুতিন গতকাল রোববার এসব কথা বলেন।
তিনি দাবি করেন, সমস্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক দেশের অর্থনীতিকে আরো স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
পুতিন বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল, সর্বোপরি আমাদের বিরোধীদের চেয়ে শুধুমাত্র ভালো নয় বরং আমরা আমাদের অর্থনীতি যতটা ভালো হবে বলে আশা করেছিলাম তার চেয়ে ভালো অবস্থায় আছে। বেকারত্ব রাশিয়ায় এই মুহূর্তে ঐতিহাসিকভাবে কম। প্রত্যাশার চেয়ে মুদ্রাস্ফীতি কম এবং আরো কমার ধারায় রয়েছে।
২০২২ সালে মুদ্রাস্ফীতি ১১.৯ ভাগে ছিল; ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এসে তা কমে শতকরা পাঁচ ভাগে নেমেছে। এছাড়া শিল্প-উৎপাদন বেড়েছে, কৃষি ও নির্মাণ কাজও বাড়তির দিকে।
ফলে, সামগ্রিক পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে শুধু স্থিতিশীল বলা যাবে না বরং সম্পূর্ণ সন্তোষজনক বলেন তিনি।
সূত্র : পার্সটুডে
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon