যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার কোনো জাহাজ গ্রহণ করবে না বাংলাদেশ। এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বেসরকারি পণ্যবাহী জাহাজ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এ সময় রাশিয়ার জাহাজ আসার সুসংবাদ দিয়ে মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের মালামাল দেশে আসবে, তবে দেরি হবে।
এর আগে সংগঠনের নেতাকর্মীদের শপথ পাঠ করান পররাষ্ট্রমন্ত্রী। পরে সংগঠনটির বিভিন্ন শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon