আন্তর্জাতিক : যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে জাপান। বুধবার (১২ জানুয়ারি) টাওয়ার অব লন্ডনে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের ‘শান্তি সংবিধান’ ত্যাগ ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হলো।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস বুধবারের এ চুক্তিকে গত একশ’ বছরেরও বেশি সময়ের মধ্যে দুই দেশের মধ্যে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি’ বলে অভিহিত করেছে। আল জাজিরার প্রতিবেদনমতে, এ চুক্তির অধীনে উভয় দেশ সেনা প্রশিক্ষণ ও সামরিক অভিযানের জন্য একে অপরের মাটি ব্যবহার করতে পারবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৭৭ বছর ধরে মানুষ জাপানকে শান্তিকামী বলেই জেনে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে জাপান সামরিকায়ন প্রক্রিয়া দ্রুততর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২৩ ডিসেম্বর নতুন বছরের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য জাপানি মুদ্রায় ১১৪ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন বা ৮৬৩ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
শুধু তাই নয়, নতুন জাতীয় নিরাপত্তা কৌশল অনুমোদন করেছে জাপান। এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিরক্ষা খাতে দেশটির সবচেয়ে বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। নতুন এ নিরাপত্তা কৌশলের আওতায় সামরিক ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর কথা বলা হয়েছে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon