অনলাইন ডেস্ক: মেক্সিকোর জুয়ারেজ শহরের কারাগারে সাঁজোয়া গাড়ি নিয়ে দুর্বৃত্তরা হামলা করলে ১০ কারারক্ষীসহ ১৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৩ জন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তবর্তী এই কারাগরে রোববারের এই হামলায় ২৪ বন্দী পালিয়ে গেছে।
কারাগারে হামলার খবর নিশ্চিত করেছে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়। তাদের এক বিবৃতিতে বলা হয়, কয়েকটি সাঁজোয়া গাড়িতে করে হামলাকারীরা এসে কারাগারে গুলি করতে শুরু করে। এ সময় বন্দীরাও এক পর্যায়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর কয়েক ঘণ্টা পর কারাগারের নিয়ন্ত্রণ ফিরে পায় নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন। এদিকে ২৪ বন্দী কীভাবে কারাগার থেকে পালিয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি প্রসিকিউটরের কার্যালয়ের বিবৃতিতে। হামলার কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে, কারাগারে হামলার আগে শহরটির মিউনিসিপ্যাল পুলিশের কার্যালয়ে হামলা চালানো হয় বলেও জানানো হয়। পরে হামলাকারীদের ধাওয়া করে একটি গাড়ি ও ৪ জনকে আটক করা হয়।
এছাড়া জুয়ারেজে অপর আরেকটি ঘটনায় বন্দুকধারীদের গুলিতে দুই গাড়িচালক নিহত হয়েছে। তবে হামলার ঘটনাগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত কি না তা জানায়নি কর্তৃপক্ষ।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon