আন্তর্জাতিক : সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন বেগবান করতে দলের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেছেন। গত বছরের ১০ ডিসেম্বর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলে নির্বাচন কমিশন ওই আসনগুলো শূন্য ঘোষণা করে। ফলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী সেখানে উপনির্বাচন হবে।
সংসদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে কোনো সংসদীয় আসন শূন্য হলে উপনির্বাচন করতে হয়। চলতি একাদশ সংসদের মেয়াদ এখনও এক বছরের বেশি রয়েছে। কাজেই এই আসন শূন্য হওয়ায় নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী উপনির্বাচন করতে হচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারি ওই সাতটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে যে চিন্তা থেকে বিএনপি দলীয় সাত সংসদ সদস্য পদত্যাগ করেছিলেন বা দল হিসেবে বিএনপি তাদের পদত্যাগ করতে বলেছিল মাঠের হিসেবে তার কতটা বাস্তব রূপ পাচ্ছে? ইতোমধ্যে শূন্য আসনগুলোতে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ ও সরাইল) আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত প্রকাশের পর। বর্ষিয়ান বিএনপি নেতার এই সিদ্ধান্ত দলটিকে চমকে দিয়েছে। শুধু তাই নয়, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়াতেই দুই বিএনপি নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি নেতারা এখন বেনামে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা।
তারা বলছেন, এটা হয় বিএনপির লোক দেখানে পদত্যাগ, নয়তো দলটির ভেতরে নেই কোনো শৃঙ্খলা। তাদের চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর সরকারের অনুকম্পায় কারাগারের বাইরে আছেন। আর তার বড় ছেলে তারেক রহমান বর্তমানে লন্ডনে পলাতক। তারেক রহমান দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে দল পরিচালনা করছেন। ফলে তৃণমূলের নেতাদের অনেকেই দলের সিদ্ধান্ত মানছেন না।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon