অনলাইন ডেস্ক :
বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াইয়ের মাউনা লোয়া থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সোমবার গত ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো লাভা উদগীরণ শুরু হয়েছে। মাউনা লোয়া আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা ও ছাই উদগীরণ প্রকৃতির ভয়ংকর রূপ ধারণ করে ছড়িয়ে পড়ছে।
আগ্নেয়গিরির চূড়ায় গলিত পাথরের নদীগুলোর প্রবাহ দেখা যায়। বিগ আইল্যান্ডের উপরে বাষ্পের বিশাল মেঘ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বলেছে, মাউনা লোয়াতে বছরের পর বছর ধরে চাপ তৈরি হচ্ছে, এটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
হাওয়াইয়ের প্রধান দ্বীপের পশ্চিম উপকূলের কোনা শহর থেকে ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দূরের এই অগ্ন্যুৎপাত দেখা যায়। এএফপি
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon