অনলাইন ডেস্ক: সপ্তাহে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয় জরুরি সেবা সরবরাহ করা সংস্থাগুলো।
বিদ্যুৎহীন হয়ে পরে বেশি কিছু অঞ্চল। এগুলোর মধ্যে খেরসন শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ অনেকাংশে পুনরুদ্ধার করা হয়েছে।
দক্ষিণ ইউক্রেনের সম্প্রতি মুক্ত করা শহর খেরসনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা অনেকাংশে পুনরুদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের মতে, খেরসন শহরের বিদ্যুৎ সরবরাহ ৮৫ শতাংশ ফিরিয়ে আনা হয়েছে।
প্রথমে শুক্রবার মোটামুটি তিন-চতুর্থাংশ বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়। কিন্তু পরে রাশিয়ান গোলাগুলির কারণে শহরটি আবারও সম্পূর্ণরূপে বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
এরপর শনিবারের মধ্যে, শহরে ৭৫ শতাংশ বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছিল। যা বর্তমানে আরও উন্নতির দিকে আছে।
এছাড়া, শহরের ৭০ শতাংশ বাসিন্দাদের বাড়িতে পানি সরবরাহ ব্যবস্থা সচল করা হয়েছে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon