আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রায় দুই কোটি ৫০ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে। ভয়াবহ ঝড়ে প্লাবিত হয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যের বেশির ভাগ অঞ্চল। বেশ কয়েকটি নদীর দুই কুল প্লাবিত হয়েছে। বন্যা ও ঝড়ে এখন পর্যন্ত প্রায় ১৯ জন মারা গেছে এবং কয়েক হাজার মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে ১৩৫ কিলোমিটার দূরের শহর মন্টেসিটোতে বৃষ্টির কারণে দুর্ভোগ আরও বেড়েছে। এলাকাটিতে ২০১৮ সালে ভূমিধসে ২৩ জনের মৃত্যু হয়েছিল। যা এখনো তাদের কাছে ট্রমা। এখানে আবারও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারির প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। শনিবার তিনি এই প্রস্তাবে অনুমোদন দেন।
শীতকালীন ঝড়ে রাজ্যে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। বন্যা দেখা দিয়েছে, বিদ্যুৎ বিভ্রাট ও ভূমিধ্বস হওয়ায় রাজ্যে জরুরি অবস্থা জারির প্রস্তাবে অনুমোদন দিলেন বাইডেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্য, উপজাতি ও স্থানীয় পুনরুদ্ধারের প্রচেষ্টা তীব্র শীতকালীন ঝড়, বন্যা, ভূমিধসের কারণে ব্যাহত হয়েছে। বাইডেন ফেডারেলকে এসব অঞ্চলে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মার্সেড, স্যাক্রামেন্টো ও সান্তা ক্রুজ কাউন্টিতে ক্ষতিগ্রস্তরা সহায়তা পাচ্ছেন।
গত বছরের ২৬ ডিসেম্বর থেকে শীতকালীন ঝড় ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা শুরু করে। ঝড়ের কারণে ওই সময় যুক্তরাষ্ট্র জুড়ে কোটি কোটি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েৱৱৱৱগত সপ্তাহে মন্টেসিটো ক্রিক আবারও উত্তাল হয়ে ওঠে। দমকল কর্মকর্তারা এলাকা ছাড়তে সতর্কতা জারি করেন। চলতি সপ্তাহে মন্টেসিটোতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে এখনও সেখানে বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম বিবিসিকে বলেছেন, মহাখরার মধ্যে গত ১৬ দিনে আমরা এই রাজ্যে প্রায় ২৪ ট্রিলিয়ন গ্যালন পানি প্রবাহের অভিজ্ঞতা পেয়েছি। ক্যালিফোর্নিয়ার পানি প্রবাহ নিয়ন্ত্রণের পদ্ধতিটি পুনর্বিবেচনা করা দরকার, কারণ এখানে অবকাঠামো এমন একটি সময়ের জন্য নির্মিত হয়েছিল যা আর বিদ্যমান নেই।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon