আন্তর্জাতিক : হামাস-শাসিত গাজা উপত্যকায় প্রথমবারের মতো চেম্বার অব কমার্স নির্বাচনে অংশ নিচ্ছেন কোনো নারী। তার নাম ইমান আওয়াদ। একজন সফল ব্যাবসায়ী। দুই দশক ধরে ইনস্যুরেন্স ও ট্যুরিজম সেক্টরে কাজ করে আসছেন। গত মাসে চেম্বার অব কমার্স নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে ২০২০ সালে গাজা উপত্যকায় বোর্ড অব প্যালেস্টিনিয়ান কাউন্সিল ফর রেস্টুরেন্ট, হোটেলস অ্যান্ড ট্যুরিস্টিক সার্ভিস- এর ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ইমান আওয়াদ।
গত রোববার কাউন্সিলের পক্ষ থেকে তাকে পূর্ণ সমর্থন দেয়া হয়।
ইমান আওয়াদের ‘এই সাফল্যে কাউন্সিল গর্ব এবং প্রশংসা করেছে’। তারা বিশেষভাবে গাজা উপত্যকার ট্যুরিজম সেক্টরের কথা উল্লেখ করেছে।
এছাড়া ফিলিস্তিনি নারীদের সমর্থন ও ক্ষমতায়নের পথ প্রশস্ত করতে আওয়াদকে ভোট দেয়ার জন্য বিভিন্ন অর্থনৈতিক সেক্টরের প্রতি আহ্বান জানিয়েছে কাউন্সিল।
সূত্র: জেরুসালেম পোস্ট
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon