আন্তর্জাতিক : পেরুতে চলমান সহিংস বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পৃথিবীর সপ্তাশ্চর্য ও জনপ্রিয় দর্শনীয় স্থান মাচুপিচু। এতে আটকা পড়েছে কয়েকশ’ মানুষ। যাদের মধ্যে রয়েছে তিন শতাধিক বিদেশি পর্যটক। খবর এপির।
কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়েছে, ঐতিহাসিক স্থাপনা ও সম্পদের সুরক্ষার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইনকা সভ্যতার নিদর্শন ১৫ শতকের দুর্গের শহর ঐতিহাসিক মাচুপিচু বিশ্বের সপ্তাশ্চর্যের একটি।
রাজধানী লিমায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। ছবি : সংগৃহীত
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিক্ষোভকারীরা একাধিক ট্রেনে ভাঙচুর চালালে, বন্ধ করে দেয়া হয় মাচুপিচুগামী রেল চলাচল। শনিবার (২১ জানুয়ারি) রাজধানী লিমায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। বিক্ষোভ দমনে রাতভর ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। একটি বিশ্ববিদ্যালয়ে পুলিশের তল্লাশি অভিযানে আটক করা হয় ২ শতাধিক মানুষকে।
প্রসঙ্গত, পেরুতে সাবেক বামপন্থী নেতা পেদ্রো কাস্তিলোর অভিশংসন ও গ্রেফতারের জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon