পবিত্র কুরআনে কারিম হিফজ সম্পন্ন করায় তুরস্কে এবার অন্তত ২৫৮ জন কিশোর-কিশোরীকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার দেশটির তোকাত জেলার গাজি ওসমান পাশা জামে মসজিদে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিতিত ছিলেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান ড. আলি এরবাশ।
বহু সংখ্যক অতিথির উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার পর ড. আলি এরবাশ সংবর্ধনা অনুষ্ঠানে ব্ক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, ‘তোমরা এখানে কুরআন শিখলে এবং ভবিষ্যতে অন্যদের তা শেখাবে। হাদিসে রাসূল সা: বলেছেন, তোমাদের মধ্যে যে কুরআন শেখে এবং শেখায় সেই সর্বোত্তম।’
তুরস্কের প্রতিটি মসজিদ, যারা কুরআন শিখতে চায়, তাদের ধারাবাহিকভাবে সে বিষয়ে সহযোগিতা করে আসছে বলেও জানান ড. আলি এরবাশ।
তিনি বলেন, ‘এখানে (তুরস্কে) মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ে পবিত্র কুরআনের জন্য একটি নির্বাচনী কোর্স রয়েছে। যা আমাদের শিক্ষার্থীদের উপযুক্ত বয়সে কুরআন শেখার বড় সুযোগ।’
অনুষ্ঠানে আলি এরবাশ শিক্ষার্থীদের উদ্দেশে আরো বেশকিছু অনুপ্রেরণামূলক কথা বলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১২০ জন কিশোর ও ১৩৮ জন কিশোরী হাফেজে কুরআনকে সনদ ও ইজাজত দেয়া হয়।
সূত্র : তুর্কি নিউজ এজেন্সি
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon